আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ।
যারা আমাদের অবহেলা করে আমরা তাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসি, যারা আমাদের সাথে কথা বলতে চায় না, তাদের ইনবক্সে ম্যাসেজের ঝড় তুলে অপেক্ষায় বসে থাকি কখন রিপ্লাই আসবে।
কিন্তু জানি ম্যাসেজের রিপ্লাই কখনই আসবে না..তাও আমরা অপাত্রে ভালোবাসা ঢালি, মানুষ যা চায় তা পায় না, আর যা পায় তা চায় না দুনিয়ার নিয়মটাই এমন।
এই যে আকাশ থেকে আমাদের দূরত্ব যোজন যোজন মেইল...তাও আমরা ভালোবেসে আকাশ ছুঁতে চাই অথচ কেউ মাটি ভালোবাসে না...ধূলোময়লা ভেবে ঝেড়ে দূর করে দেয়।
নিজেকে এতোটাও সস্থা মনে করা উচিত নয়...যারা আমাদের ইগনোর করে তাদেরকেও আমাদের ইগনোর করা উচিত, কারণ দিনশেষে আর কিছুই না থাকলেও আত্মসম্মানটাই নিজের থাকবে।
যাদের কাছে আমাদের গুরুত্ব আছে তাদেরকেই আপন করে নেওয়া উচিত, যারা দূরে ঠেলে দেয় তাদের দূয়ারে কড়া নাড়ার দরকার নেই।
সবাই ভালো থাকবেন এবং আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন পরবর্তী পোস্ট পাওয়ার জন্য দয়াকরে অপেক্ষা করুন, ধন্যবাদ সবাইকে...?