ভালোবাসার এমন জ্বালা
ভালোবাসার এমন জ্বালা, আগে বুঝি নাই।
তোমার প্রেমে পুড়ে বন্ধু, আমি হলাম ছাই।
একাই ভালোবেসে গেলাম, পাগল পাড়া হয়ে।
এখন তুমি সুখে আছো, অন্য কাউকে নিয়ে।
ভালোবাসা করলো আমায়, চির জনম দুখী।
আমার মতো কপাল পুড়া, হয়না কভু সুখি।
কিছু মানুষের হাঁসি, সূর্যের মতো,
দিন শেষে আর দেখা যায় না।
বিবেকহীন শহরে কান্না, করাও নিষেধ,
সবাই বলে ঐ দেখো, নেকামো করছে।
কষ্ট গুলো যদি সুখ হতো,
তাহলে পৃথিবীর সবথেকে,
সুখি মানুষ হতাম আমি।
যে জিনিসটি নিয়ে সবচেয়ে,
বেশি হারানোর ভয় থাকে,
সেটাই সবার আগে, হারিয়ে যায়।
একদিন তুমি খুজবে আমায়,
হয়তো আমি সেদিন, স্বার্থপর হয়ে যাবো।
সব ডিপ্রেশনের কারণ, প্রেম হয় না
কিছু ডিপ্রেশনের কারণ,
টাকা, ফ্যামিলি আর ফিউচারও হয়।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ
Script: Collected