অসাধারণ কিছু সত্যি কথা
ফুটফুটে শিশুর হাঁসি দেখেও, নিষ্ঠু মানুষের হৃদয়ও কোমল হয়ে যায় "লোকে এখনো এমনটাই জানে" মা-বাবা তাদের নবজাতক সন্তানকে কোলে নেওয়ার সময় "খুব আলতো করে ধরে" যাতে তার গায়ে সামান্য আঁচড়ও না লাগে।
কিন্তু মানব শিশুটিকে মানুষ নামে কিছু "নরপশু" যখন হাসপাতালের বারান্দা, ধান ক্ষেতে বা আঁস্তাকুড় ছুড়ে ফেলে, তাকে কুকুর বিড়ালের মুখে ঠেলে দেয়, নর্দমার ময়লায় ফেলে রাখে, তখন পুরো মানবজাতি লজ্জিত হয়।
সাময়িক কিছু তৃপ্তির জন্য পশুগুলো কতোকিছুিই করে, অথচ এর ফলাফল কখনোই ভেবে দেখে না, তাদের এই ভোগের ফলাফল একটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে, অথচ তারা ভাবে এটি নাকি "কোনো ব্যাপারই না"
একটি শিশু জন্মাতে কতো বাঁধা বিপদ পার করতে হয় "শিশুটি যদি কন্য হয়" তাহলে বাবার কপালের ভাঁজটা একটু বড় হয়ে যায়, কারণ প্রতিটি মুহূর্তে চিন্তার মধ্যে থাকতে হয় "একটি কন্য শিশুর বাবাকে"
এখন পশুগুলো তাদের শারীরিক চাহিদা মিটাতে, ৫-৬ বছরের শিশুটিকেও রেহায় দেয় না, যদিও এই শিশুকালটা আঘাত ছাড়াই পেরিয়ে যায়, তার পরেও একটি মেয়ের জন্য অপেক্ষা করছে প্রতিটি মুহূর্তে বাঁধা।
রাস্তায় বথাটেদের উৎপাত, কখনো কথায় আবার কখনো স্পর্শে আঘাত করে "এই পশুরা" একজন নারীর অপূরণীয় ক্ষতি করতে বিন্দুমাত্র ভেবে দেখে না "এই মানুষ নামক পশুরা"
এখন পত্রিকা খুললেই দেখে যায় নবজাতকের লাশ উদ্ধার করার নিউজ কিংবা ৫ বছের শিশু দর্শনের নিউজ, আজ আমাদের সমাজটি নরপশুতে ভরে গেছে, দূষিত হয়ে গেছে আমাদের চারপাশ।
আপনাদের কাছে একটি অনুরোধ এই পোস্টটি শেয়ার করে সবাই পড়ার সুযুগ করে দিন।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ
Script: Collected