২০টি দু:খের প্রেমের ছন্দ
(১)
কষ্টে ভরা জীবন আমার দুঃখে ভরা মন,
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষণ।
(২)
তারার সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি,
আজব এক মানুষ আমি দুঃখ পেলেও হাঁসি।
(৩)
কষ্ট যদি অনেক থাকে আমায় কিছু দিও,
আমার কিছু সুখ আছে আপন করে নিও।
(৪)
তোমার আকশ মেঘলা হলে আমায় দিও ডাক,
মেঘলা আকাশ দু'ভাগ করবো সমান সমান ভাগ।
(৫)
চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা,
সত্যি বলছি আমিও যে তোমার মতো একা।
(৬)
তুমি তো তোমার একাকী সময় কাটাও তারার সাথে,
বলতে পারো আমার সময় কাটাবো কার সাথে।
(৭)
দুটি চোখে স্বপ্ন ছিলো মনে ছিলো আশা,
সারা জীবন পেয়ে যাবো তোমার ভালোবাসা।
(৮)
ভাবনা ছিলো হবো দু'জন একই গাছের ফুল,
কিন্তু তুমি চলে গেলে আমায় বুঝে ভুল।
(৯)
ভালোবেসে কাছে টেনে বলেছিলে বারেবারে,
তবুও তুমি থাকোনি আমার মনের ঘরে।
(১০)
শুন্য করে আমার তুমি ছেড়ে দিলে একা,
সেই যে গেলে আর তোমার পাইনি কোনো দেখা।
(১১)
সবাই আমাকে ছেড়ে গেছে প্রয়োজনের শেষে,
দুঃখ কেবল থাকলো পাশে গভির ভালোবেসে।
(১২)
চায়না কিছু নেয়না কিছু চুপ্টি করে থাকে,
কোন উপায়ে কষ্ট বারে নকশা কেবল আঁকে।
(১৩)
বন্ধু প্রতীম দুঃখ আমার অন্ধকারের সাথী,
তাকে ছাড়া জ্বলে না মোর সাঁঝের বেলার বাতি।
(১৪)
কী আগুন জ্বালাইছো বুকে তুমি জানো না,
দোহাই লাগে ওরে বন্ধু আর জ্বালাইও না।
(১৫)
আপন ভেবে কতোজনকে ঠাই দিয়েছি প্রানে,
সবাই আমায় পর করিলো মিথ্যে অভিমানে।
(১৬)
দুঃখ আমার পরশ পাথর খাঁটি সোনা হয়ে,
আমায় দিলো এই মন্ত্রণা থাকতে দুঃখ সয়ে।
(১৭)
সকল মানুষ স্বার্থটানে সুখের নেশায় মেতে,
সুখের আসায় ছুটে বেড়ায় অমানিশা রাতে।
(১৮)
দুঃখ আমায় শিক্ষা দিলো সুখের দেয়াল ঠেলে,
আল্পেতে যার সবুর আছে সুখী ভরবে মুলে।
(১৯)
জীবনে এমন একটি মানুষ খুব প্রয়োজন,
যে শুধু সুখেই নয় দুঃখের সময়ও পাশে থাকবে।
(২০)
সেই মানুষের হাতটাই ধরা উচিত,
যেই মানুষটি বিশ্বাসের মর্যাদা দিতে পারে।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ