নিয়মে অনিয়মে তোমাকে ভালোবাসি
এখনো অনেক সম্পর্ক আছে, যে সম্পর্ক গুলোতে মেয়েরা সত্যি সত্যিই ছেলেদেরকে সাপোর্ট দেয়, ছেলেদের খারাপ সময়ে তাদেরকে অজুহাত দেখিয়ে ছেড়ে না গিয়ে পাশে থাকে।
ছেলেটা এখনো প্রতিষ্ঠাত হতে পারেনি বলে, মেয়েটি পরিবারের চাপে পরেও একটার পর একটা বিয়ে ভেঙ্গে দেয়, তার ভালোবাসার মানুষটির সাথে থাকবে বলে।
রেস্টুডেন্টেে খেলে ছেলেটির টাকা খরচ হবে, এই কথা ভেবে মেয়েটি বাসা থেকে ছেলেটির পছন্দের খাবার রান্না করে নিয়ে আসে, তারপর একে অপরকে খাইয়ে দেয়।
হাজার টাকার উপহার না চেয়েও, একটি গোলাপ ফুল অথবা তোমাকে অনেক বেশি ভালোবাসি এই কথাটি উপহার হিসাবে যত্ন করে গ্রহণ করে, সব ছেলেরা যেমন খারাপ হয়না, তেমন সব মেয়েরাও খারাপ হয়না, কিছু কিছু মেয়ে জানে কি করে ভালোবাসতে হয়।
যেই ছেলেটির কিছুই নেই, কি করে মানসিক সাহস যুগিয়ে তার পাশে থাকতে হয়, এটিও কিছু কিছু মেয়ে খুব ভালো করে জানে, আর এই মেয়েগুলোকে জীবনে পেয়ে হারিয়ে ফেলাটা সব চেয়ে বড় বোকামি।
এদেরকে দামী উপহার না দিতে পারলেও, নিয়মে-অনিয়মে ভালোবাসাটি প্রতিবেলাই দিতে হয়।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ