তোমার যন্ত্রণা একান্তই তোমার
কখনো কখনো থেকে যাওয়ার ইচ্ছে থাকলেও ছেড়ে আসতে হয়, একতরফা আশা আকাঙ্ক্ষা নিয়ে পড়ে থাকা নিছেকই বোকামি, তীব্রতর ভাবে আশাহত হওয়ার আগে নিজের আশা বাঁচিয়ে, কখনো কখনো অর্ধেক পথ থেকে ফিরে আসতে হয়।
জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষকে চেনার চেয়ে নিজেকে চেনা জরুরী, বিশ্বস্ত হাত স্পর্শ করার আগে নিজেকে বিশ্বস্ত বানিয়ে স্টাবলিশ করা জরুরী।
জরাজীর্ণ বাসের যাত্রী হয়ে দূর্ঘটনার আশঙ্কায় পথ শেষ করা যায়, কিন্তু মিথ্যা আশ্বস্ত করা মানুষের হাত ধরে পথ শেষ করা যায় না।
সময়ে অসময়ে না-পাওয়ার তীব্র কষ্ট থেকেও, মাঝ পথে এসে বিশ্বাস আর ভরসার ভাঙ্গান দেখার যন্ত্রণা বীভৎস।
ভালোবাসো বলে মেনে নিও কান্না, তবে প্রতারিত হয়েও হাত ধরতে যেও না।
সাগরের সৃষ্টি মহাপ্রলয় থেমে যায় সময়ে, অন্তরে লাগা প্রলয় থামে হৃদপিন্ডের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে, "শুধু জেনো রেখো" ভেঙ্গে যাওয়া পণ্য মেরামত করার জন্য সুপারগ্লু পাওয়া যায়, কিন্তু ভেঙ্গে যাওয়া মন আর বিশ্বাস মেরামতের জন্য কোনো স্পেশাল সুপারগ্লু নেই।
তোমার যাবতীয় সুখ আর যন্ত্রণা একান্তই তোমার।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ