ছেলেদের নিয়ে কিছু অসাধারণ কথা
এই সমাজে ছেলে শব্দটি শুনলেই, এক এক জনের কাছে এক একটি ছদ্দবেশী নাম মনে হয়, ছেলে শব্দটি যেন এই সমাজে এক কলঙ্কিত নাম, বাবার কাছে অপদার্থ, মায়ের কাছে কুলাঙ্গার, বোনের কাছে পাগল, পাড়া প্রতিবেশিদের কাছে বেয়াদব, প্রেমিকার কাছে ছ্যাঁচড়া।
প্রতিটি ছেলের মন নামক বস্তু ভর করে প্রতিটি শরীরে, তারা চায় তাদের এলোমেলো জীবনটিকে কেউ ভালোবাসুক, ছেলেরা যতই খারাপ হোক না কেন, তারা চায় তাদের বাবা-মা তাদেরকে আগের মতো করে একটু আদর করুক, মন খারাপের সময় পাশে বসে মাথায় হাত ভুলিয়ে বলুক "যা হয়েছে ভালো হয়েছে, সব ঠিক হয়ে যাবে"
ছেলেদেরও ইচ্ছে হয় তার প্রেমিকা তাকে একটু শাসন করুক, অভিমান করলে যেন রাগ ভঙ্গিয়ে আবার মুখে হাঁসি ফুটিয়ে দেয়।
টংয়ের দোকানে বসে সিগেরেট খাওয়ার সময়, সে দেখতে পেয়ে এসে একটু বকা দিক, একটু শাসন করুক আর রাগান্বিত ভাবে বলুক "আর যেন সিগেরেট খেতে না দেখি"
ছেলেদেরও তো ইচ্ছে করে ঠিক দুপুর বেলা রৌদ্রমায় আকাশের নিছে, রিক্সা নিয়ে কেউ একজন অপেক্ষা করুক, কিংবা শীতের রাতে কণকণে ঠান্ডায় শিশির ভেজা ঘাসের উপর দিয়ে "কেউ হাতের উপর হাত রেখে হাটুক"
ছেলেদেরও ইচ্ছে হয় মধ্যরাতে কেউ ঘুম ভাঙ্গিয়ে চুপি চুপি গলায় বলুক "ভালোবাসি" পাড়ার গলির মুখে দাড়িয়ে থাকা ছেলেটি মুরুব্বী দেখলে সালাম দিয়ে উঠে, তারও ইচ্ছে হয় সেই লোকটি তার সাথে নরম গলায় বলুক "বাব ভালো আছো"
পকেট খরচের টাকা বাঁচিয়ে ছোট বোনের জন্য গিফট নিয়ে যাওয়া ছেলেটি, বোনের থেকে এতটুকু আশা রাখতেই পারে, বল তোর পছন্দের খাবার কি আমি তোকে নিজে রান্না করে খাওয়াবো।
অপদার্থ বলে গালি দেওয়া বাবা একটু বলতে পারে "আজ সারাদিন কোথায় ছিলিরে" কুলাঙ্গার বলে গালি দেওয়া মা একটু শাসন করার পরে বলতে পারে "সারাদিন কি খেয়েছিস এখন চল আমি নিজের হাতে খাইয়ে দিবো" ছেলে হয়ে এতটুকু আসা রাখতেই পারে।
রাস্তার মোড়ে দাড়িয়ে থাকা ছেলেটিরও ইচ্ছে হয় "মায়ের আঁচলের নিছে একটু দীর্ঘশ্বাস ফেলে ঘুমাতে" বাবার হাতের ছোয়া পেয়ে বলুক " আমার পাশে বস আজকে বাপ ছেলে মিলে আড্ডা দিবো" বাবা-মায়ের কথা চিন্তা করে, বোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে।
কিছু না বুঝে না জেনে অন্য একটি মেয়ে ছেলেটির উপর ভরসা করে আছে, তাকে সুখে রাখার চিন্তা নিয়ে রাতে চোখ ভিজিয়ে কান্না করা ছেলেটি সকাল হলে হাঁসি মুখে, সবার সাথে ভালো করে হাঁসির মাধ্যমে দিন চালিয়ে দিচ্ছে।
তবে সে জানে তার ভিতরে কতজনের চিন্তা নিয়ে প্রতিটি সময় কাটাতে হয়, ছেলে হয়ে জন্মানো যেন একটি বিষাক্ত শব্দ, কারো নির্ভরতা পায় না, নির্ভরতার মানুষটি যেন কিছু বুঝতে চায় না সহজে, ছেলে শব্দের পিছনে লুকিয়ে আছে হাজার প্রতিকূলতার গল্প "সংগ্রামী জীবন" ছেলে মানে মায়ের গর্ভ, বাবার শক্ত হাত, ছেলে মানেই বোনের ভরসা আর প্রেমিকার বেঁচে থাকার ভালোবাসা।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ