
মেয়েদের মেকাপবিহীন ছবিতে কখনো লাভ রিয়েক্ট দিতে মিস করিনা
মেয়েদের মেকাপবিহীন ছবিতে কখনো লাভ রিয়েক্ট দিতে মিস করিনা, আমি চাই, অন্তত তার নিজের ভেতর একটা বিশ্বাস জন্মাক আমি আসলেই ভীষণ সুন্দর।
এই যে একটা আর্টিফিসিয়াল প্রলেপ থেকে নিজেকে মুক্ত করবার সাহস, এটাকে শ্রদ্ধা না জানানোটা অন্যায়, যদিও তার গালের ব্রন, চোখের নিছের কালি, শ্যামলা গায়ের রং স্পষ্টভাবে বুঝা যায়, তবুও এই মানুষটা সবচেয়ে বেশি সুন্দর, কেবল মাত্র তার মানসিক শেকল থেকে বের হয়ে আসবার সাহসিকতার জন্য।
মানুষ মত্রই সুন্দর, তুমি যে গুইসাপ না হয়ে, মানুষ হয়ে দুনিয়াতে এসেছো, এরজন্যইতো তোমার সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানো দরকার।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে...