আমাকে একা করে দিয়ে চলে গেলে
সেদিন আমি আমার সর্বোচ্চ টুকু দিয়েও তোমাকে ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু সেদিন তুমি খুব নির্মমভাবে আমাকে একা করে দিয়ে চলে গেলে "আমি এখন বড্ড বেশি একা"
এখন আর দিনশেষে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, নেই কোনো ফেরানোর তাগিদ, আর নেই তোমাকে হারানোর ভয়।
তবে তোমার প্রতি যেটুকু অভিমান বুকের বাম পাশে জমে আছে, তা হয়তো সারাজীবন গোপনে তোমার স্মৃতি গুলোকে জাগিয়ে তুলবে।
আর আমি অসহায়ের মতো তোমাকে ভুলে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো "তার পরেও মন থেকে দোয়া করি" তমি যেখনেই থাকো ভালো থেকো "তোমার প্রতি অফুরন্ত শ্রদ্ধা আর শুভকামনা রইলো"
আমি খুব ভালো করেই জানি চলে যাওয়া মানুষ গুলো আর কোনোদিন ফিরে আসে না "কোনোদিন ভালোবাসে না" আর ফিরে আসলেও তার আগের মতো মায়া থাকে না।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ
Script: Collected