কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়
কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে তাকে আটকে রাখতে চেষ্টা করো না, তাকে এমন ভাবে বিদায় দিও, একটি সময় তোমার কথা ভেবে সে যেনো আফসোস করে।
আবার কেউ যদি তোমার জীবনে আসতে চায়, তাকেও ফুরফুর করে গ্রহণ করে নিও না, সময় নেও এতে করে সে তোমার মূল্যটি বুঝতে পারবে, সেই সাথে তুমিও বুঝতে পারবে এই মানুষটি তোমার জন্য সঠিক কিনা।
হুট করে চলে আসা কেউ ফুরুৎ করেই উড়ে চলে যায়, যা অল্পতেই পাওয়া যায় তার উপর মানুষের গুরুত্ব খুব কম থাকে, যে হঠাৎ চলে আসে, সে না পারবে তোমাকে বুঝতে না পারবে তুমি তাকে বুঝতে।
অর্থাৎ চলে যাওয়ার রাস্তাটাও তখন বের হয়ে আসে, একটা দশ তালা ভবন বানাতে হলে প্রথমে যেমন পরীক্ষা করতে হয়, তেমনি কাউকে নিজের জীবনে জায়গা দিতে হলেও, সেই মানুষটির পরীক্ষা নিতে হয়।
এতে করে তুমি যেমন ভবনটি নির্মান করতে পারবে কিনা "সেটি বুঝতে পারবে" তেমনি সেই মানুষটি তোমার জীবনে সঠিক না "সেটিও তুমি বুঝতে পারবে"
পাওয়া আর হারানোর মাঝে ছোট্ট একটি লজিক আছে, সেটি হলো তুমি তাকে কিভাবে পেলে, এবং যে তোমাকে পেয়েছে সে তোমাকে কিভাবে তোমাকে পেলো, যদি খুব সহজে একে অপরকে পেয়ে যায়, তাহলে খুব সহজেই একে অপরকে হারিয়ে ফেলবে "এটাই বাস্তব সত্যি"
তুমি যাকে হারিয়েছ "তাকে ভাবে কষ্ট পেও না" আর কষ্ট পেয়ে কোনো লাভ নেই, বরং এটি ভেবে নেও তোমাকে হারিয়ে তার কি ক্ষতি হলো, আর সে এমন একজনকে হারিয়েছে সে তাকে ভালোবাসতো।
ভালো রাখতে হলে বেশি কিছু ভাবতে হয় না, ছোট্ট দু'একটি রুলস মানতে পারলেই অনেক ভালো থাকা যায়, যে তোমার জীবনে আসতে চায় তাকে সময় নিয়ে আসতে দাও, আর যে তোমার জীবন থেকে চলে যেতে চায় তাকে বিনা কারণেই যেতে দাও।
এই আসা যাওয়ার মাঝে কখনো শক্ত দেয়াল হয়ে দাড়িয়ে থেকো না, এতেকরে তুমি তোমার প্রকৃত জীবনসঙ্গী পেয়ে যাবে, যে শুধু জীবনে আসবেই কখনো চলে যেতে চাইবে না।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ