তোমার জন্য এখনো কাঁন্না চলে আসে
সময় কি সুন্দর করে বদলে যায়, আজকে যার লেট করে ম্যাসেজ সীন করার ব্যাপারটা আপনার মন খারাপ করিয়ে দেয়, একটা সময় আসবে যখন মাসেও তার কথা একবারও মনে পড়বে না।
যে মানুষটার 'চেঞ্জ' হয়ে যাওয়াটা মেনে নিতে না পেরে কান্না চলে আসে, একসময় সেই মানুষটার জন্য আর কোনো 'ফিলিংস' কাজ করবে না।
কেউ 'ঠকালে' নিজের কাছে খারাপ লাগে এখন, একটা সময় কেউ 'ঠকালে' আর কোনো 'ফিলিংস' কাজ করবে না।
বদলে যাওয়ার সময়টা নিজের বোকামির জন্য নিজেই হাসবেন আর বলবেন, কি বোকামিটাই না করেছিলাম।
কারো জন্য থাকা তুমুল আবেগ, টান, মায়া, অভিমান, অভিযোগ, সব কিছুই একসময় চেঞ্জ হবে, আবেগ আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, শুধু সময়ের অপেক্ষা।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে...