প্লিজ আমাকে ছেড়ে যেও না
যে মানুষটা চলে যেতে চায়, তাকে দয়াকরে যেতে দিন, জোর করে আর যাই হোক অন্তত সম্পর্ক টকিয়ে রাখা যায় না "ওয়ান সাইডেড গেম" যেমন খেলা যায় না, ঠিক তেমনি ভাবে "ওয়ান সাইডেড রিলেশন" কন্টিনিউ করা যায় না।
হ্যা "ওয়ান সাইডেড রিলেশন" কন্টিনিউ করা যায়, তবে সবকিছু একজনকেই করতে হবে, সেটা হোক স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ।
তাই কাউকে আটকে রাখবেন না, যে যেতে চায় তাকে যেতে দিন, কারণ অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাবেন, অবহেলার উপর অবহেলা ছাড়া কিছুই পাবেন না।
প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না, তোমাকে অনেক ভালোবাসি, তুমি যা বলবে আমি তাই করবো, প্লিজ তার পরেও আমাকে ছেড়ে যেও না, আপনি এই কথাগুলো ভালোবেসে বললেও অপরপক্ষের মানুষটি এই কথাগুলো জোকস হিসাবে নিবে।
ছ্যাঁচড়া ভাববে আপনাকে, তাই বারবার কারো কাছে নত হওয়ার দরকার নেই, বারবার আপনি কেন নত হবেন, যে সম্পর্কে বারবার আপনাকেই নত হতে হয়, সেই সম্পর্ক থেকে সরে আসুন।
সেল্ফ রেস্পেক্ট বলে একটা কথা আছে অন্তত ওইটার মূল্য দিতে শিখুন, জাস্ট মনে রাখবেন, অতিরিক্ত সম্মান, অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভালোবাসা, এই তিনটার মূল্য সবাই দিতে পারে না।
তাই রিলেশনকে রিলেশনের গতিতে চলতে দিন, অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে নিজেকে ছ্যাঁচড়া করার প্রশ্নই আসেনা।
যে আপনাকে যতটা দিবে আপনিও তাকে ততটাই দিবেন, সেটা ভালোবাসা হোক কিংবা সম্মান।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ