আমার মরে যেতে ইচ্ছে করে
আমার একদিন খুব করে মরে যেতে ইচ্ছে করে, না আত্মহত্যা কিংবা জীবন থেকে পালিয়ে যাওয়ার জন্য নয়, জীবন এবং আমাকে জানতে, আমার একদিন সত্যি মরে যেতে ইচ্ছে করে।
জানি প্রকৃতি একদিন আমার ইচ্ছেটাকে পূরণ করবে, তবে সেটা সম্পূর্ণ তার প্রয়োজনে, প্রকৃতির প্রয়োজন ফুড়িয়ে গেলে আমাদের বিদায় জানিয়ে দেয়, আমরা সেটাকে মৃত্যু বলি।
এই মৃত্যু মানে সত্যি সত্যি মরে যাওয়া, এই মৃত্যু মানে প্রয়োজনিয় মৃত্যু, আমি প্রয়োজন কিংবা মরে যাওয়া মৃত্যুর কথা বলছি না, আমার খুব বাঁচার ইচ্ছে, আমার খুব জানবার কৌতুহল।
আমি দেখতে চাই, প্রকৃতি আমায় বিদায় জানিয়ে ও কি বাঁচিয়ে রাখে।
আমি দেখতে চাই, আমি বিহীন সকালের সূর্যটা ঠিক কতটা আলো দেয়।
আমি দেখতে চাই, আমি বিহীন শুভ সকালগুলো কতটা শুভ হয়।
আমি দেখতে চাই, আমি বিহীন দুপুরগুলো কতটা উত্তপ্ত হয়।
আমি দেখতে চাই, আমি বিহীন বিকেলগুলো অভিমান করবে কিনা।
আমি দেখতে চাই, আমি বিহীন রাতগুলো ঠিক কতটা দীর্ঘ হয়।
আমি জানতে চাই, আমি বিহীন চাঁদটা কি উঠবে নাকি মেঘে ঢেকে থাকবে।
আমি জানতে চাই, আমাকে যারা অপছন্দ করে তারা আমি বিহীন কতটা খুশি হয়।
আমি জানতে চাই, আমি বিহীন আমার গল্প পাড়া-প্রতিবেশীরা ঠিক কতদিন করে।
আমি জানতে চাই, আমি বিহীন প্রিয়জনরা ঠিক কতটা কষ্ট পায় এবং কতটা শোক পায়।
আমি জানতে চাই, আমি বিহীন "সে" কেমন থাকে।
আমি জানতে চাই আমার নামটা সে কতদিন বয়ে চলে, আমার উপর তার কতটুকু অভিমান হয়, আমার জন্য তার কতটুকু চোখের জ্বল পড়ে।
আমি জানতে চাই, প্রয়োজনের বাহিরেও প্রকৃতি আমাকে ঠিক কতটুকু আপন ভেবেছিলো।
আমি এরকম অনেক কিছু জানতে চাই, তাই আমি একদিন মরে যেতে চাই, সত্যি আমি অনেক কিছু জানতে চাই।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে...