একটি বোকা সোকা কিউট মেয়ে বিয়ে করবো
একটি বোকা সোকা কিউট মেয়ে বিয়ে করবো, যাকে ধমক দেওয়ার আগেই কেঁদে ফেলবে, আমার সাথে কথা বলার সময় আপনি করে বলবে, নাকি তুমি করে বলবে দ্বিধাদ্বন্দে পড়ে যাবে।
আমার চোখের দিকে তাকি কথা বলতে গেলে তাল হারিয়ে ফেলবে, একটু প্রশংসা করলেই লজ্জায় লাল হয়ে মুখ ঢেকে ফেলবে, "ভালোবাসি" বললেই লজ্জায় চোখ বন্ধ করে বলবে "ঢং"
আমার ফোনের ওয়ালপেপারে তার পিক দিলে "শরমে" চুপশে যাবে, রাতের আঁধারে চুপ্টি করে তার পিকটি আমার ফোন থেকে চেঞ্জ করে ফেলবে, রাতে বিদ্যুৎ চলে গেলে লাইট জ্বালানোর পরিবর্তে আমার বুকে আঁটসাঁট হয়ে লুকিয়ে পরবে।
আদর করে বউ বলে ডাক দিলে রেগে যাবে, শীতের মাঝরাতে তাকে ঘুম থেকে জাগিয়ে গরম পারনি আনতে বললে "গরম চা" করে নিয়ে আসবে।
আমি রেগে গিয়ে না খেলে আমার ফেভারিট খাবার রেধে বলবে, তুমি খেলে খাও না খলে না খাও আমি আগেই খেয়ে নেই, রাতে দেরী করে বাসায় ফিরলে আভিমানে ঘুমের ভান করে শুয়ে থাকবে।
সে অভিমান করলে গাল ধরে আদর করলেই সব ঠিক হয়ে যাবে, তার কাছ থেকে দূরে থাকলে ফোন করে বলবে "পাখিটি নিঃসঙ্গতায় ভুগছে, ডাক্তার বলেছে এভাবে চলতে থাকলে তার হার্ট ব্লক হয়ে যেতে পারে"
তাকে চোখ গরম দিলে তার মন খারাপ হয়ে যাবে, তখন বুকে টেনে নিলেই কেঁদে ফেলবে, কখনো আমি রেগে গেলে আমার রাগ থামাতে দৌরে এসে বুকে জরিয়ে ধরবে "ব্যাস"
সে রেগে গেলে বকতে থাকবে, তখন আমি বলবো আরে বোকা, তুমি রেগে গেলে তোমাকে আরও বেশি কিউট লাগে, আর তার জন্য আমি কোনোদিন জানতে চাইবো না, তার অতীতে কি ছিলো, আমি তো জাস্ট বলবো, আমার বুকে শুয়ে থাকো।
আর কখনো তোমার কদতে ইচ্ছে করলে আমার শার্ট ভিজিয়ে কাঁদো, তাকে বলবো আমাকে ভালো না বাসলেও চলবে, শুধু তুমি সারাজীবন ভালো থেকো।
তোমার অভিমানের পালা শেষ হয়ে গেলে, কখনো খুব ঘুম পেলে, আমার পাশেই শুয়ে থেকো, তার কাছে বেশি কিছু চাই না, শুধু মাঝরাতে চোখটি খুললেই যেনো তার মায়াবি মুখটি দেখতে পাই তাহলেই চলবে।
বেশি কিছু চাই না, এভাবেই শুধু পাশের পালিশে একটু জায়গা দিতে বলবো "আহ ভাবলেই ভালোলাগে" বাকিটা না হয় বিয়ের পরেও জানাবো।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ