কালো রঙের মানুষ গুলো একটু আলাদা রকমের হয়
কালো রঙের মানুষ গুলো একটু আলাদা টাইপের হয়, কালো গায়ের মানুষ গুলো সবসময় সব কাজ করতে পারে না, কালো গায়ের মেয়েটি ভালো একটি জব পায় না, কালো গায়ের ছেলেটি যতই স্মার্ট হোক তার দিকে কারো দৃষ্টি যায় না।
কালো গায়ের ছেলেটি নিজের ভালোবাসার কথাটি প্রকাশ করতে ভয় পায়, যদি রিজেক্ট করে দেয় তাই তারা মনের কথাগুলো মনেই রেখে দেয়, কালো গায়ের মেয়েটি কখনই তার পছন্দের ছেলেটিকে বিয়ে করতে পারে না।
সে যদি কোনো ছেলেকে গিয়ে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, তখন তাকে এই কথাটি শুনতে হবে "নিজের চেহারা কখনো আয়নায় দেখেছো" কালো গায়ের ছেলেমেয়ে গুলো মন প্রাণ উজার করে ভালবাসতে পারে, তাদের ভালোবাসায় কোনো কমতি থাকে না।
কালো গায়ের ছেলেমেয়ে গুলো সব ধরণের গুণের অধিকারী হয়ে থাকে, কারণ সে জানে তার চেহারা নেই, তাকে গুণ দিয়েই সবাইকে মুগ্ধ করতে হবে, কালো গায়ের ছেলেমেয়ে গুলো কোনো কাজ করার আগে হাজার বার চিন্তা করে, কারণ তার কাজে ভুল হলে, তাকে চেহারা নিয়েও কথা শুনতে হবে।
কালো গায়ের ছেলেগুলোকে কেউ যখন চেহারা নিয়ে অপমান করে, তখন তারা প্রতিবাদ করতে পারেন না, মুচকি একটা হাঁসি দিয়ে সেখান থেকে চলে যায়, কালো গায়ের ছেলেমেয়েদের চেহারায় একধরণের মায়া থাকে।
তাদের হাঁসিটা আমার জানা মতে দুনিয়ার শ্রেষ্ঠ হাঁসি, কারণ তাদের মতো করে কেউ হাঁসতে পারে না, কালো গায়ের ছেলেমেয়ে গুলো প্রচন্ড পরিমাণ চঞ্চল প্রকৃতির হয়ে থাকে, তারা সবাইকে হাঁসাতে পারে, এদের বিশেষ গুণটা এরা সুন্দর ভাবেই আয়ত্ত করতে পারে।
কালো গায়ের ছেলেমেয়ে গুলো প্রচন্ড রকমের বিশ্বাস যোগ্য হয়ে থাকে, এদের সাথে সবাই সব কিছু শেয়ার করতে পারে নির্ভয়ে, কালো গায়ের ছেলেমেয়ে গুলো নিজের কষ্ট কখনো কারো কাছে শেয়ার করে না, আমি গর্বিত কারণ আমি কালো, কালো বলে আমাকে কেউ অবহেলা করো না, মনে রেখো রাতের অন্ধকারেই তুমি শান্তিতে ঘুমাতে পারো।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ