একটি অসমাপ্ত ভালোবাসার গল্প
রিক্সায় উঠতেই দেখলাম, কোনো এক ভালোবাসার গোলাপটি পড়ে রয়েছে অযত্নে, রিক্সাওয়ালাকে জিজ্ঞাস করলাম মামা এই মামা তোমার রিক্সায় গোলাপ কেন।
রিক্সাওয়ালা জবাব দিলো একটু আগে একটা ছেলে আর একটা মেয়ে আমার রিক্সায় উঠেছিলো, তারা দুই'জন দুই'জনকে অনেক ভালোবাসে, মেয়েটির মনে হয় বিয়ে ঠিক হয়ে গেছে, শেষ দেখা করতে আইছিলো, শেষ বারের মতো তারা আমার রিক্সায় ঘুরছে অনেক্ষন।
আমি বুঝতে পারছিলাম মেয়েটা অনেক কাঁদছিলো, জানেন মামা তাদের ভালোবাসা নাকি কোনো এক বাস্তবতার কাছে হাইরা গেছে, ছেলেটা আমার রিক্সা থেকে নামার আগে মেয়েটারে এই ফুলটা দিয়ে গেছিলো, অনেক কান্না করতেছিলো ছেলেটা, জানেন মামা দেইখা আমার কাছে অনেক কষ্ট লাগছিলো।
মেয়েটা নামার সময় ফুলটা আমার রিক্সায় ফালাইয়া গেছে, ডাক দিছিলাম আপা আপনার ফুলটা পইড়া গেছে, আপায় আমার ডাক শুনে নাই, কাঁদতে কাঁদতে গেইটের বাইরে চইলা গেছে।
জানেন মামা ভালোবাসায় অনেক কষ্ট, বাস্তবতার কাছে আজ তারা হেরে গেলো, বাস্তবতা বড়ই কঠিন জিনিস।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে...