ভালোবাসা বিসর্জন
জীবনে আমরা অনেক কিছু পাই, আবার অনেক কিছু হারিয়ে ফেলি, তবে হারানো জিনিস গুলোকে ভুলে নতুন করে শুরু করার নামই হচ্ছে জীবন।
কিছু কিছু মানুষ আছে যারা হারানোর ব্যাথা গুলোকে ভুলতে না পেরে। নিজেকে তিলে তিলে শেষ করে দেয়, আর সে এটি ভুলে যে তার একটি ভবিষ্যৎ আছে।
প্রকৃত ভালোবাসা কখনো ভুলা যায় না "হ্যাঁ এটি সত্যি" তবে এটি থেকে শিক্ষা নিয়ে নিজের ভুল গুলোকে শুধরে নেওয়াটাই হলো "প্রকৃত জীবন" জীবনের জন্য ভালোবাসা প্রয়োজন, আবার কোনো কোনো ক্ষেত্রে জীবনের জন্য ভালোবাসাকেও বিসর্জন দিতে হয়।
আর সফলতা কখনোই নিজ থেকে আসে না, সফলতা অর্জন করে নিতে হয়, আমরা অনেকেই কিছুদিন শ্রম দিয়ে সফলতা খুঁজি, আর কিছুদিন শ্রম দেওয়ার পরে যখন আমরা হেরে যাই "তখন আমরা চিন্তা করি" এটি হয়তো আমার ধারা হবে না।
কিন্তু হবে না বলে হাল ছেড়ে দেওয়াটি হচ্ছে আমাদের জিবনে সবচেয়ে বড় বোকামি "কেন হয়নি" এবং "ভুল গুলো কোথায়" সেটি খুঁজে বের করে আমাদের নতুন করে আবার শুরু করতে হবে "তাহলেই সফলতা পাওয়া যাবে"
এমন হাজারও মানুষের জীবন আছে, যারা বারবার ব্যর্থ হওয়ার পরেও হাল ছেড়ে দেয়নি, একটি সময় তারাই সফলতা অর্জন করতে পেরেছে।
আপনি ব্যর্থ হয়ে গেলে, আপনার ব্যর্থতার গল্প গুলো কেউ শুনতে চাইবে না, আর একটি বার সফল হয়ে দেখুন, আপনার সফলতার পিছনের সেই ব্যর্থতার গল্প গুলো হাজারো মানুষ শুনতে চাইবে।
আমাদের জীবনটি খুবই ছোট্ট, তাই এই ছোট্ট জীবনে কখনো পিছিয়ে যাবেন না, কারণ টিকেট নেওয়ার সময় সিরিয়ালে সর্বশেষ ব্যক্তিটিও একটি সময় টিকেট পায়।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ