খুব তো বলেছিলে আমাকে ছেড়ে যাবে না
কেউ কারো প্রতি কতোটা পাগল হলে, কতোটা ভালবাসলে অস্থির হয়ে থাকে "তা কি তোমার জানা ছিলো নাহ" পৃথিবীতে তোমার থেকে সুন্দর কতো মেয়ে আছে, তার পরেও কেন আমি তোমাকে চাইতাম "কখনো কি তুমি ভেবে দেখেছো"
খুবতো প্রমিস করে বলেছিলে আমাকে ছেড়ে যাবে না, আমি যেতে চাইলেও যেতে দিবে না, সামান্য ভালোবাসা ছাড়া আমি তো তোমার কাছে বেশি কিছু চাইনি, সে ভালোবাসাটিও দিতে পারলানা, এই সব কথা ভাবলেই খুব কষ্ট লাগে।
কেন যে তোমাকে এতো অন্ধের মতো বিশ্বাস করতাম, আর কেন যে তোমাকে এতো বেশি ভালোবেসেছিলাম, আর কেনই বা তোমার মিথ্যে ভালোবাসায় পা বাড়িয়ে দিয়ে ছিলাম।
বিশ্বাস করো তুমি চলে গেছো তাতে এখন আমার আর কোনো কষ্ট হয় না, চোখ বেয়ে অশ্রু ও ঝড়ে না, দিনের আলোতে মুখ লুকানো আর রাতের আঁধারে চুপটি করে বারান্দায় বসেও থাকা হয় না।
তবে কি জানো আমি "ক্লান্ত" আমি বড্ড বেশি "ক্লান্ত"
এতো ভালোবাসার পরেও কেন ছেড়ে চলে যেতে হলো, কেন বিচ্ছেদ টেনে দিতে হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমি খুবই "ক্লান্ত" আমি চাই তুমি আবার ফিরে আসো, না না আমাকে ভালোবাসতে হবে না, তুমি শুধু এই প্রশ্নের উত্তর গুলো আমাকে দিয়ে চলে যাও।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ