ছেলেদের নিয়ে কলিজা কাঁপানোর মতো কিছু কথা
পুরুষ মানুষকে কখনো দায়িত্ব শিখাতে হয় না, বাবা, মা, ভাই, বোন, কিংবা প্রিয় মানুষটিকে রাস্তায় বাম পাশে রাখতে হয়, এটি শিক্ষিত কিংবা মূর্খ সব পুরুষরাই জানে।
একজন পুরুষ নিজে যতোটা নিরাপদে থাকতে পছন্দ করে, তার থেকে বেশি পছন্দ করে তার কাছের মানুষ গুলোকে নিরাপদে রাখতে।
রিশকায় বাম পাশে বসানো থেকে শুরু করে, রাস্তা পার হওয়ার সময়, শক্ত করে হাতটি যে ধরে রাখতে হয় এটি সব পুরুষরাই খুব ভালো করে জানে।
খেয়াল করলেই দেখবেন বাসে কোনো মেয়ে কিংবা বয়স্ক লোক উঠলে, কোনো না কোনো পুরুষ ঠিক তার সিটটি ছেড়ে দিয়ে তাকে বসতে দেয়, কিংবা বাস থেকে কোনো মেয়ে কিংবা মহিলা নামার সময় পিছন থেকে কেউ একজন বলে উঠে "ড্রাইবার বাসটি থামান মহিলা নামবে"
রাস্তায় বখাটে ছেলেরা যদি কোনো মেয়েকে বিরক্ত করে, তাহলে দেখবেন কোনো না কোনো পুরুষ সেখানে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে, বিপদ থেকে যে মেয়েটি বেঁচে ফিরেছে তার পিছনেও, কোনো না কোনো এক পুরুষের অবদান রয়েছে।
নারীদের রুপে সৌন্দর্য প্রকাশ পেলেও, একজন পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় তার দায়িত্ববোধে, মনে রাখবেন একজন নারী যতটা সুদর্শন পুরুষ পছন্দ করে, তার থেকেও বেশি পছন্দ করে একটি দায়িত্ববান পুরুষকে "পুরুষ মানেই দায়িত্বশীল"
একজন পুরুষের সম্পূর্ণ চাহিদা কখনো তার নিজের জন্য পুষে রাখে না, পরিবার, বাবা-মা, ছেলেমেয়ে এবং তার নিজের প্রয়োজনের চাহিদার জন্যও এরা দায়িত্ব পালন করে যায়।
কখন কার কি দরকার পড়বে কিংবা প্রিয়জনের অসুস্থতার সময়ও পুরুষ মনে রাখে, ছোট থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত, প্রতিটি পদে পদে একজন পুরুষ তার নিজের দায়িত্ব পালন করে যায়।
ছেলে যুবক বাবা কিংবা দাদা যে অবস্থাতেই থাকুক না কেনো, সব পুরুষের ধর্ম একটাই, তার দায়িত্ববান এবং তার দায়িত্বশীল।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ