কথা গুলোর মাঝে নিজেকে খুঁজে পাবেন
কখনো এরকম করেছেন, স্টোরিতে কাউকে উদ্দেশ্য করে কিছু ছাড়লেন যখন ঐ মানুষটা সেটা দেখলো, তখন আপনি ওটা ডিলিট করে দিলেন।
কিংবা এরকম কখনো করেছেন, কারো স্টোরিতে দেয়া ছবি আপনি গ্যালারিতে ডাউনলোড করে ইচ্ছেমত দেখতে লাগলেন।
এরকম কখনো করেছেন, কারো এক্টিভ দেখে ম্যাসেজ পাঠালেন কিন্তু একটু পর দেখলেন, তার আইডির পাশে (Active 2 Minute Ago) লেখা দেখে আপনি রেগে-ক্ষোভে ফাটলেন।
এখন ভার্চুয়াল জগতে প্রেমে পড়াটা একটু অন্যরকম, এখানে অপেক্ষা আছে, বিশ্বাস, অবিশ্বাস দুটোই আছে, এখানে রাগ, অভিমান, অভিযোগ, ভুল বুঝাবুঝি সব হয়।
এখানে দুটো মানুষ থাকে দু-প্রান্তে, মাঝখানে মস্ত বড় দেয়াল, এই পাশের মানুষটার আহাজারি যদি ওই পাশের মানুষটা দেখতে পারতো তাহলে এই পাশের মানুষটাকে ভালো না বেসে কখনো থাকতেই পারতো না।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে...