সত্যি কারের ভালোবাসা এমনি হয়
মুখ ভর্তি ব্রন নিয়ে যে প্রেমিকের সাথে কোনো সংকোচ ছারাই দেখা করা যায় "সেই প্রেমিক হচ্ছে সত্যিকারের প্রেমিক" পকেটে টাকা না থাকলেও যে প্রেমিকার সাথে কোনো সংকোচ ছাড়াই দেখা করা যায় "সেই সত্যিকারের প্রেমিকা"
দামী রেস্টুডেন্টে বসেই কেনো সময় কাটাতে হবে, রাস্তার পাশটিতে হাঁটতে হাঁটতে গল্প করেও তো দিব্যি সময় কাটানো যায়।
প্রেমিকের সাথে দেখা করার আগে ফেসিয়াল করে স্কিন চকচকে করতে হবে কেনো, একটি কথা মনে রাখবেন মুখ ভর্তি ব্রন মেছতার দাগ আর তেল চিপচিপে চুল নিয়েও কারো জীবনের সবচেয়ে সুন্দরী নারী হওয়া যায়।
প্রেমিক-প্রেমিকা হওয়া এতো সহজ নয়, যার কাছে নিজেকে মেলে ধরা যাবে, যার কাছে আমার আমিটাকে স্পেশাল ভাবা যাবে, সেই সত্যিকারের প্রেমিক-প্রেমিকা।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ