মানুষ কখন বেশি কষ্ট পায় জানেন
মানুষ কখনো কারো কাছে গুরুত্ব না পেলে কষ্ট পায় না, মানুষ কষ্ট পায় কেউ একটা সময় তাকে খুব গুরুত্ব দিয়ে, পরে আবার আস্তে আস্তে তার গুরুত্ব কমিয়ে তাকে অবহেলা করতে শুরু করলে।
মানুষ কখনো কারো জন্য এমনি এমনি কাঁদে না, মানুষ তার জন্যই কাঁদে, যে তাকে চাইলেই না কাঁদিয়ে তার মুখে হাঁসি ফুটিয়ে রাখতে পারে, সে মানুষটা কাঁদালে।
মানুষের সবার জন্য নিজেকে একা লাগে না, তার জন্যই লাগে যে একটা সময় সবসময় পাশে থাকতো, কিন্তু আজ নেই।
মানুষ সবাইকে হারিয়ে ফেলার ভয় পায় না, তাকেই হারিয়ে ফেলার ভয় পায় যে কখনো, তাকে হারাতে চায় না।
মানুষ সবার উপর রাগ, অভিমান করে না, তার উপরেই বেশি রাগ, অভিমান করে যাকে সে নিজের মানুষ মনে করে, যাকে সে আপন মানুষ ভাবে।
মানুষ সবার জন্য একাকীত্বে ভোগে না, তার জন্য একাকীত্বে ভোগে যে নিজের অজান্তেই তার পুরোটা দখল করে আছে।
মানুষ সবার দেওয়া আঘাতে কষ্ট পায় না, আপন মানুষ গুলো কষ্ট দিলেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়।
মানুষ সবাইকে কাছের মানুষ ভাবে না, তাকেই কাছের মানুষ ভাবে যার কাছে নির্দিদ্বায় সে সব কিছু বলতে পারে, যার চোখে সে নিজের জন্য সম্মান দেখে।
মানুষ সবাইকে বিশ্বাস করতে পারে না, তাকেই বিশ্বাস করে দিনশেষে যাকে সে ভালোবাসে।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে...