তাকে অবহেলা করোনা
"কাকে ব্যস্ততা দেখাচ্ছো তুমি" যে হাজারও কাজ ফেলে রেখে তোমার কাছে একটু সময় চায়, আজকে তুমি তাকেই ব্যস্ততা দেখাচ্ছো।
"কাকে অবহেলা করছো তুমি" যে দিনে তোমার কথা যতো বার মনে করে "ততো বার তুমি নিঃশ্বাস পর্যন্তও নেও না"
"কাকে ধোঁকা দিচ্ছো তুমি" যে তোমার জন্য নিজের সব সুখ হাঁসি মুখে বিসর্জন দিয়ে দিতে কোনো দ্বিধা বোধ করতো না "আজ তুমি তাকেই ধোঁকা দিয়েচ্ছো"
"কার বিশ্বাস ভাঙ্গছো তুমি" যে তোমাকে দিনের পর দিন অন্ধের মতো বিশ্বাস করেছে, আর সে তোমার জন্য নিজের জীবন দিয়ে দিতেও এক পা পিছিয়ে যায় না "কিন্তু আজ তুমি তার বিশ্বাসকে হত্যা করেছো"
"সেই মানুষটিকে কখনো ব্যস্ততা দেখিও না" যে হাজারও ব্যস্ততার মাঝে শুধু মাত্র তোমার কাছে একটু সময় চায় "ঐ মানুষটিকে কোনোদিন অবহেলা করো না" যার চিন্তা ভাবনা জুরে "শুধু তোমার বসবাস"
"তাকে কোনোদিন ধোঁকা দিও না" যে তোমাকে তার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে।
"তার বিশ্বাস কোনোদিন নষ্ট করো না" যে তোমার জন্য নিজের জীবন বাজি রাখতেও দ্বিধা বোধ করবে না।
এই মানুষ গুলোর সাথে "ব্যস্ততা" "অবহেলা" ধোঁকা আর বিশ্বাস এই চারটি জিনিস নিয়ে কখনোই খেলা করো না।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ
Script: Collected