কথা গুলোর মাঝে নিজেকে খুঁজে পাবেন (পর্ব ২)
রিলেশন এর আগেই অতিরিক্ত পাগলামি করা ছেলে মেয়ে গুলোকে কখনোই বিশ্বাস করতে নেই, তারা হয়তো আপনার ছবি তাদের মোবাইলের ওয়ালপেপার দিয়ে রাখবে, এমন কি আপনার ছবি তাদের ফেইসবুক কভার পিক দিয়ে রাখবে, আপনার নামটি তার ফেইসবুক পাসওয়ার্ড দিয়ে রাখবে।
আপনি তাকে ইচ্ছে মতো অপমান করলেও সে কিছুই মনে করবে না, তাদের এসব কর্মকান্ড দেখে আপনার হয়তো মনে হতে পারেন, সে আমাকে এতো ভালোবাসে তাকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না।
আপনাদের মধ্যে রিলেশনটি শুরু হয়ে গেলেই দেখবেন, সব কিছুই ১৬০ ডিগ্রি এঙ্গেলে ঘুরে যাবে, রিলেশন হওয়ার আগে যে মানুষটি আপনার জন্য পাগলামি করতো, রিলেশন হওয়ার পরে দেখবেন সেই মানুষটির মাঝে আপনার প্রতি "ডোন্ট কেয়ার" ভাব চলে আসবে।
আপনি সেদিন ভাবতে বাধ্য হবেন, এই মানুষটি না একদিন আমার জন্য পাগল ছিলো, রিলেশনের আগে যেই মানুষটি আপনার সাথে প্রেম করার জন্য কান্নাকাটি করতো, রিলেশন হওয়ার পরে সেই মানুষটির জন্য আপনার কান্নাকাটি করতে হবে।
"একটি কথা মনে রাখবেন" যেই মানুষটি আপনার প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাবে, সেই মানুষটি ঠান্ডা মাথায় আপনাকে অতিরিক্ত অবহেলা করবে, আপনাকে অবহেলা করার পর আপনার অসহায়ত্ব দেখে আপনার জন্য তাদের একটু মায়া হবে না "এটাই বাস্তব"
একটি কথা সবাই মনে রাখবেন, আপনি যাকে খুব দ্রুত নিষ্পাপ মনে বিশ্বাস করে ভালোবাসবেন, সে খুব দ্রুত আপনার নিষ্পাপ মনে ধোঁকা দিয়ে চলে যাবে।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ
Script: Collected