কথা বলার সময় তোমাকে পরীর মত লাগে
বছরের পর বছর পার হয়ে যাচ্ছে, তোমাকে শুধু দেখেই যাচ্ছি কথা বলতে আর পারি না, শুধু তোমার কথা গুলো এখনও খুব মিস করি, সামনা সামনি তোমার সাথে কথা বলা সময়, অন্য কোথাও তাকাতাম না বলে "তুমি আমার সাথে ঝগড়া করতে"
তুমি আমাকে তখন বলতে এভাবে কি দেখো "আমি তখন তোমাকে বলতাম" তুমি যখন আমার সাথে কথা বলো তখন তোমাকে ঠিক পরীর মতো লাগে, আমার সাথে তুমি প্রতিটি কথা বলার সময় তোমাকে যে কতো দারুন লাগে "সেটি তুমি বুঝবে না"
আজও তোমাকে খুব মিস করি, তোমার সাথে কাঁটানো সময়গুলো আর তোমার স্মৃতিগুলোকে যে কতো মিস করি, সেটি তুমি জানো না আর জানবেও না "কারণ সেই ক্ষমতা তোমার নেই"
তোমার বিয়ের একবছর পর সেই ২০২০ সালে ১৪ জানুয়ারি, তোমার সাথে শেষবারের মতো সামনা সামনি কথা হয়েছিলো, তোমাকে দেখতে দেখতে এতোগুলো বছর পার করে ফেলেছি, এক মুহূর্তের জন্যও ক্লান্ত বা বিরক্ত বা ঘৃণা কিছুই আসেনি "চেষ্টা করেছি, কিন্তু পারিনি"
"এখন বুঝি" তোমাকে ভুলে থাকার ব্যর্থ চেষ্টাগুলো পুনরাবৃত্তি করাটিকেই সামজে "নেশা" বলা হয়।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ
Script: Collected