ভালো থাকুক ভালোবাসা | Bangla Sad Story
প্রতটি মানুষের মুখের হাঁসি, তার প্রিও মানুষটির কাছে, হিরার চেয়েও অনেক বেশি মূল্যবান, আপনি যেই চেহারার কোনো ঘটন খুঁজে পাচ্ছেন না, কেউ হয়তো সেই চেহারার দিকে একবার তাকিয়ে, দিনশেষে সেই চেহারার মধ্যে তার সর্গ খুঁজে পায়।
আপনার কাছে যেই চেহারাটি কুচ্ছিত বলে মনে হয়, দিনশেষে কেউ একজন সেই চেহারাটি দেখার জন্য দিশেহারা হয়ে থাকে, ভালোবাসাটি এমনি হয়, প্রত্যেকের প্রিয় মানুষটি প্রত্যেকের কাছে সেরা।
আপনি কাউকে মন থেকে ভালোবেসে দেখেন, তাকে ছাড়া দ্বিতীয় কোনো মানুষকে আপনার কাছে ভালো লাগবে না, ভালোবাসার কাছে চেহারার বৈষম্য মূল্যহীন।
যার ভালোবাসা যতো পবিত্র, তার জন্য তার ভালোবাসার মানুষটি ততো বেশি সুন্দর, প্রত্যেকটি মানুষের কাছে তার ভালোবাসার মানুষটি অমূল্যহীন।
আমি চাই প্রত্যেকটি ভালোবাসার মানুষই, তার ভালোবাসার মানুষটির সাথে ভালো থাকুক, ভালো থাকুক ভালোবাসা, এবং ভালো থাকুক ভালোবাসার মানুষ গুলো।
আমাদের এই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে দয়াকরে কমেন্টে বলে দিবেন, আর পোস্টটি ভালো লেগে থাকলে, অবশ্যই আপনার প্রিয় মানুষটির কাছে, এই পোস্টটি শেয়ার করে দিবেন।
পরবর্তী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ
Script: Collected